1. mdidris4002@gmail.com : U TV BANGLA HD : U TV BANGLA HD
  2. info@www.utvbanglahd.online : U TV BANGLA HD :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে ভ্যানচালক সহ ২টি মরদেহ উদ্ধার  ‎ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন। ‎ পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস ডিসি’র ‎ টিকটকে প্রেম,প্রেমের টানে মাদারীপরে চীনা যুবক করলেন বিবাহ।   ‎ নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার দুটি ভ্যান হস্তান্তর রাজৈরের টেকেরহাটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন। সিদ্ধিরগঞ্জে নূর নবীর চাঁদাবাজিতে অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেপরোয়া চাঁদাবাজি, প্রশাসনের নিরবতায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা আ’লীগ আমলে ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়ে ছিলো বেপরোয়া মামা পাল্টিয়েও রক্ষা পেলনা চাঁদাবাজ সাগর মাইলস্টোনে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা সিদ্ধিরগঞ্জে দোয়া। রাজৈরের ইশিবপুর ইসলামী ব্যাংক থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় ১ নারীসহ ৩ জন ধরা পড়েছে।

নারায়ণগঞ্জ নদী দূষণ রোধে প্রতিটি সেক্টরে জনসচেতনতা বাড়াতে হবে।

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

 

মিতু আহমেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নদী দূষণ রোধে জেলা প্রশাসকের কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ।

ড. আব্দুল হামিদ বলেন, আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার ভিশন হচ্ছে এই প্রজন্মকে একটা দূষণমুক্ত নদী দেখানো। আমাদের দেশে কি দূষণমুক্ত কোনো নদী আছে? কেউ কি আমরা দেখাতে পারবো। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে। আর কত মিটিং করবো আমরা। শীতলক্ষ্যা নদীর দূষণ কমাতে সবাইকে কাজ করতে হবে। এজন্য প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা আমরা দেবো।

কর্মশালায় নারায়ণগঞ্জের প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নদী দূষণ রোধে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা মন্তব্য করেন। এসময় শিল্প প্রতিষ্ঠানগুলো নদীর পানি দূষণের বড় একটি অংশের জন্য দায়ি বলে অনেকের মন্তব্যে উঠে আসে।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমরা (পরিবেশ অধিদপ্তর) কাউকে ইটিপি করে দেই না। কিন্তু কোনো প্রকার সহযোগিতা লাগলে আমরা তা দেবো। আপনারা তো উদ্যোক্তা। আইন অনুযায়ী কিছু বাধ্যবাধকতার মধ্য দিয়ে তো আপনাদের যেতে হবে। একটা বিধির মধ্যে সকলকে আসা উচিত। ছোট ডাইংগুলো নিয়ে কাজ করতে হবে। বড় কারখানাগুলোকে একটা সিস্টেমের মধ্যে আমরা আনতে পারি কিন্তু ছোটগুলোর ব্যাপারে ভাবতে হবে। প্রতিটি সেক্টরে জনসচেতনতা বাড়াতে হবে। সবকিছু তো আর আইনকানুনে হয় না, জনসচেতনতারও প্রয়োজন হয়। শুধুমাত্র ফ্যাক্টরি বন্ধ করে দিলেই যে দূষণ বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা তা না। সুতরাং দেশের পরিবেশ রক্ষায় সকলের ভূমিকা প্রয়োজন।’

ডিএনডি প্রকল্প প্রসঙ্গে ড. আব্দুল হামিদ বলেন, ডিএনডি পরিকল্পনা ১৯৬২ সালে করা হয়েছিল। নিচু এলাকার খালগুলোকে এমনভাবে তৈরি হয়েছিল যে পানিগুলো অটোমেটিক নেমে যাবে। কিন্তু আমরা খালগুলোকে দখল, দূষণ ও ভরাট করেছি। মানুষ ও ইন্ডাস্ট্রি বাড়ায় পানির ব্যবহার বেড়েছে কিন্তু পানি নষ্টও করা হয়েছে। সেন্ট্রাল ইটিপির কথা উঠেছে। এগুলো কিন্তু এভাবে কাজ করে না। আমরা একটা প্রস্তাব চাইবো। ডিএনডি এলাকায় সিইটিপির জন্য প্রকল্প হিসেবে নিলে এটা একটা ভালো প্রজেক্ট হতে পারে। প্রজেক্ট ফান্ডিং এর ব্যবস্থা পরিবেশ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। তবে, কিছু চ্যালেঞ্জের জায়গা ফিল্ড লেভেলে দেখা যায়। নৈতিকতার প্রশ্নে আমাদের পরিষ্কার হওয়ার সময় এসেছে। কেননা সিইটিপির কনসেপ্টে আমাদের খারাপ অভিজ্ঞতা আছে। একটা এলাকায় বাস্তবায়ন করে সেইটাকে আমরা মডেল এলাকা হিসেবে দেখাতে পারি। বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে তাগিদ দেন মহাপরিচালক।

কর্মশালায় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যারা নিয়মকানুন না মানবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে বিকেএমইএ ব্যবস্থা নিবে। তবে, সরকারেরও কিছু বিষয় দেখা প্রয়োজন। ইটিপির জন্য যেসব কেমিক্যাল আনা হয়, তাতে ডিউটি চার্জ করা থাকে। এই চার্জগুলো ফ্রি করতে হবে। তাছাড়া, খালের মুখে ইটিপি স্থাপন করা যেতে পারে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. আব্দুল্লাহ আল মাসুদ, ডিএনডি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মেজর এসএম সাকিব আজওয়াদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট