1. mdidris4002@gmail.com : U TV BANGLA HD : U TV BANGLA HD
  2. info@www.utvbanglahd.online : U TV BANGLA HD :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে ভ্যানচালক সহ ২টি মরদেহ উদ্ধার  ‎ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন। ‎ পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস ডিসি’র ‎ টিকটকে প্রেম,প্রেমের টানে মাদারীপরে চীনা যুবক করলেন বিবাহ।   ‎ নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার দুটি ভ্যান হস্তান্তর রাজৈরের টেকেরহাটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন। সিদ্ধিরগঞ্জে নূর নবীর চাঁদাবাজিতে অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেপরোয়া চাঁদাবাজি, প্রশাসনের নিরবতায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা আ’লীগ আমলে ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়ে ছিলো বেপরোয়া মামা পাল্টিয়েও রক্ষা পেলনা চাঁদাবাজ সাগর মাইলস্টোনে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা সিদ্ধিরগঞ্জে দোয়া। রাজৈরের ইশিবপুর ইসলামী ব্যাংক থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় ১ নারীসহ ৩ জন ধরা পড়েছে।

কালীগঞ্জে তালাব হোসেন হত্যাকারীদের বিচার ও কালীগঞ্জ থানার ওসির বদলির দাবিতে সড়ক অবরোধ করে বেদে পল্লীর সদস্যরা

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

কালীগঞ্জে তালাব হোসেন হত্যাকারীদের বিচার ও কালীগঞ্জ থানার ওসির বদলির দাবিতে সড়ক অবরোধ করে বেদে পল্লীর সদস্যরা।

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তালাব হোসেন হত্যাকারীদের বিচার ও কালীগঞ্জ থানার ওসির বদলির দাবিতে সড়ক অবরোধ করে কাশিপুর বেদে পল্লীর সদস্যরা।

রোববার বেলা ১১টার দিকে নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তানসহ শতাধিক বেদে নারী পুরুষ ও শিশু কালীগঞ্জ থানায় গিয়ে আসামিদের আটকের দাবি জানান।

এসময় ওসি মো. শহিদুল ইসলাম নিহত তালাব হোসেনের স্ত্রী সন্তানদের নিয়ে কটুক্তি করেন। ওসির কটুক্তিতে ক্ষুদ্ধ বেদে সদস্যরা যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘন্টা সড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে রাখে তারা।
এসময় সড়কের উভয় পাশে যাত্রীবাহি বাস, ট্রাকের লম্বা লাইন পড়ে যায়। প্রচন্ড গরমে যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। তবে অবরোধস্থলে থানা পুলিশ বা প্রশাসনের কোন সদস্যকে সেখানে দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে তালাব হোসেন হত্যার শিকার হয়।তার পেটে লোহার রড ঢুকিয়ে হত্যা করে।এ ঘটনায় মোহাম্মদ আলী বাদি হয়ে রুবেল হোসেন নামে একজনকে আসামি করে মামলা করেন।মামলার আগেই স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।পুলিশ হত্যার মাস্টারমাইন্ড সেলিমকে আসামি করেনি।
এছাড়াও ওসির বিরুদ্ধে বাদিকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেঁদেপল্লীর বাসিন্দারা সড়ক অবরোধে নেতৃত্ব দেওয়া ফিরোজ হোসেন ও সাইদুর রহমান জানান,বৃৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী জামেদা বেগম ছয় বছরের সন্তান রুমানা, দচার বছরের সোহানা ও দুই বছরের রেহানাকে নিয়ে থানায় যান।এসময় তাদের সাথে বেদে পল্লীর আরো অর্ধশতাধিক সদস্য ছিল। থানায় গিয়ে তারা দাবি করেন,হত্যার সাথে আরো অনেকে জড়িত আছে, যাদের নাম মামলায় নেই।বাদিকে ভুল বুঝিয়ে একজনকে আসামি করা হয়েছে।বাকি আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করে আটকের দাবি করেন।এসময় ওসি শহিদুল ইসলাম বলেন,ওই তিন সন্তান ও স্ত্রীকে ন মে কুটুক্তি করেন। মামলায় আর কারো নাম নতুন করে দেওয়া যাবে না। যে কারনে আমরা ওসির বদলী ও বাকি আসামিদের আটকের দাবিতে সড়ক অবরোধ করছি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে। এখন তারা মামলায় নতুন করে আরো আসামি করার দাবি নিয়ে থানায় এসে বিশৃংখলা শুরু করে। এসময় তাদের থানা চত্তরে বিশৃংখলা না করার জন্য বললে উত্তেজিত হয়ে বেড়িয়ে গিয়ে পাশে মহাসড়ক অবরোধ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট