স্টাফ রিপোর্টার :আলী সেখ
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট থেকে লক্ষাদিক টাকা প্রতারনা করে নিয়ে যাওয়ার সময় ১নারীসহ ৩ প্রতারক হাতে নাতে ধরা পড়েছে, পড়ে তাদেরকে রাজৈর থানার পুলিশের হাতে সোর্পদ করা হয়, প্রতারক চক্ররা হলো হল মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুন্সি গ্রামের মৃত রাঙ্গা ব্যাপারী ছেলে বিল্লাল বেপারী (৪০), শেরপুর সদর উপজেলার মুন্সীর চর মরাকান্দি গ্রামের দুলাল শেখের ছেলে তারেক শেখ (২৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার শেখপুর গ্রামের মৃত্যু মজিদ মাতুব্বরের মেয়ে পারভিন বেগম ২৭, বুধবার আনুমানিক বেলা ১১ টার দিকে ইশিবপুর বাজার, ইসলামিক ব্যাংক এজেন্ট আউটলেট থেকে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ও ব্যাংক সুত্র জানায়, উপজেলার ইশিবপুর ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট থেকে ১লক্ষ টাকার একটি ভুয়া টোকেন তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতারক চক্র। পরে যাচাই করে দেখা যায় এই টোকেনটি ভূয়া। এসময় উপস্থিত জনতা প্রতারকদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এজেন্ট ব্যাংকের পরিচালনাকারী মুন্না বলেন এই চক্রটি আমাদের ব্যাংক ১ লক্ষ টাকা প্রতারনা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান বলেন, ৩জন প্রতারক আটক করা হয়েছে। এর আগেও আমরা বেশ কয়েকটি চক্রকে আটক করেছি। এব্যাপারে আমরা তৎপর রয়েছি।