গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ইন্দোনেশীয় দুই নাগরিকের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
গত ৩ আগস্ট রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকামুখী যানজটে আটকে থাকা অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুই বিদেশি নাগরিকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।
ছিনতাইকৃত মালামালের মধ্যে ছিল—মোবাইল ফোন, ডেবিট ও ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ৬০০ মার্কিন ডলার, ৬০ মালয়েশিয়ান রিংগিত ও প্রায় ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার।
ভুক্তভোগীরা গাছা থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. রহিম মিয়া (২৯) : পূর্বে ৬টি মামলার আসামি
শমসের আহমেদ (৩৩)তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি স্বর্ণের আংটি, ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন, ২০ মার্কিন ডলার, ২২ মালয়েশিয়ান রিংগিত, দস্যুতায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি লোহার ছুরি।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
প্রকাশক : জাকিয়া হাসান , সম্পাদক : ইদ্রিস হাসান নারায়ণগঞ্জ
মোবাইল : ০১৭১৯০৩৭৯২০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত