সোমবার (১১ আগস্ট) কালকিনি উপজেলার প্রেস ক্লাব ভুরঘাটা ঢাকা বরিশাল মহাসড়কে ও ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মাদারীপুরে কর্মরত ইলেকট্রিক মিডিয়া ওপ্রিন্ট মিডিয়ার তাদের বক্তব্যে বলেন,চাঁদা বাজির নিউজ করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে নৃশংস ভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা ভিশন টেলিভশন ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মুপ্তি ফরিদ উদ্দিন, চ্যানেল ২৪ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাগর তামিম,এশিয়ান টেলিভশন ও দৈনিক বাংলাদেশর আলো পত্রিকার প্রতিনিধি হেমায়েত হোসেন খান, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি গাউসুর রহমান সহ শতাধিক ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। দুটি মানববন্ধনেই স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে, সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেন, তাই তাদের ওপর হামলা বা হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিলও বের করা হয়, যা এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।