রাজধানীর মৌচাকে ড. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে।
‘ষড়যন্ত্র করে জুলাই হত্যাযজ্ঞের বিচার বানচাল করা যাবে না’‘ষড়যন্ত্র করে জুলাই হত্যাযজ্ঞের বিচার বানচাল করা যাবে না’
পুলিশ হেফাজতে জনি হত্যা: এসআই জাহিদের যাবজ্জীবন বহালপুলিশ হেফাজতে জনি হত্যা: এসআই জাহিদের যাবজ্জীবন বহাল
পুলিশের রমনা জোনের ডিসি মাসুদুর রহমান জানিয়েছেন, গাড়ির নাম্বার প্লেটের মাধ্যমে আমরা মালিককে শনাক্ত করেছি, মালিকের নাম সৌরভ। গাড়ির মালিক পুলিশকে জানান, ড্রাইভারের নাম নিজাম ও অপর জনের নাম জাকির।
এর আগে গতকাল রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে গাড়িটি হাসপাতালের বেজমেন্ট প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক : জাকিয়া হাসান , সম্পাদক : ইদ্রিস হাসান নারায়ণগঞ্জ
মোবাইল : ০১৭১৯০৩৭৯২০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত