ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ (বিজিবির) অধীনস্থ রাজাপুর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের মোঃ সাজ্জাদ -এর আম বাগানের মধ্য হতে হাবিলদার মোঃ আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। একই দিনে বেলা ৯,৩০ ঘটিকার সময় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ শীলবাড়ি বিএসএফ ক্যাম্প কমান্ডার, ৫৮ (বিজিবির) অধীনস্থ কুমিল্লা পাড়া বিওপি ক্যাম্প কমান্ডার কে অবগত করেন যে,অবৈধভাবে ভারতে বসবাসরত একজন( শিশু)বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন কালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বি এস এফ উক্ত বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে, বিজিবি কর্তৃক উল্লেখিত ব্যক্তির পরিচয় নিশ্চিত করত:অদ্য ১ঘটিকার সময়(বিএসটি)সীমান্ত পিলার ৬০/৪৫ আর (পিলার)এর-নিকট শুন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে গ্রহণ করা হয়।উল্লেখিত ব্যক্তিকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া একই দিনে ৮ আগস্ট বেলা ২ ঘটিকায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্ত জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার, মহেশপুর ব্যাটালিয়ান ৫৮( বিজিবির)অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপি কমান্ডার কে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ১জন বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন কালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে। বিজিবি কর্তৃক উল্লেখিত ব্যক্তির পরিচয় নিশ্চিত করত:অদ্য ৩.৫৫ ঘটিকায় (বিএসটি)সীমান্ত পিলার ৬০/৩১ আর(পিলার)-এর নিকট শুন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে ব্যক্তিটিকে গ্রহণ করা হয়। উল্লেখিত ব্যক্তিকে জাস্টিস এন্ড কেয়ার,যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।